খবর আছে - একটা খবর আছে
খবরের পিছের খবর - খবরের শেষের খবর
রংবেরঙের খবর বলব - আমি তোদের মাঝে।।
মাথার মাঝে টলমল - করছে কত বছর
সেখান হতেও দিল ফেলে - পাইয়া একটা দোসর ২
বন্দী হইলি কারাগারে - আসতে ভবপারে
কার ঘর করিলি আলো - জামিনে এসে।।
অনেক দিনের পাইছো জামিন - হয়নি খালাস
এমন ভাবে চলছে তুমি - হয়ে উদাস উদাস ২
জামিন তোমার খারিজ হবে - নতুন জেলে যাবে
সহিম বলে শেষ ঠিকানা - হবে কর্ম কাজে ।।
তারিখঃ ২৫/০১/২০২৩ ইং