আমি স্বপ্ন দেখি তোরে - আছোস এই অন্তরে
কি করে ভুলি যে তোমায় ?
তুই তো অনেক আগেই কাঁদাইছোস আমায়।।
চোঁখে আমার নাই রে ঘুম কাঁদি দিবানীশি,
তবু প্রতি রাতেই স্বপ্নে দেখি তোর রাঙ্গা হাসি ২
চোঁখের জলে বালিশ ভিজে আমার অজান্তে
কেনো মন দিলাম রে পড়ে তোর মায়ায়।।
থাকতো যদি দয়ামায়া বন্ধু তোর হৃদে,
একবার হলেও দেখতে আসতি আমাকে ২
জ্বলতে চায়না ভালবাসার আগুনে সহিম
কেনো জ্বালাস, পুড়াস বিরহ জ্বালায়।।
তারিখঃ ২৫/০২/২০২২ ইং