যার অন্তর নাই প্রেমের নেশা
দিলেতে নাই ভালোবাসা
তারে কেহ দিওনারে মন
সে যে তুষের ই আগুন
পুইড়া হইবিরে দহন ।।
সময় এখন বড়ই খারাপ পড়ছে ভীষণ খড়া
ভাব না বুঝে ভাবের কথা বলে কিন্ত ওরা ২
মন ভিজানো কথা বলে ঝড়াবে নয়ন ।।
শিখড় কাটা বৃক্ষ যেমন রৌদে টলে পাতা
অন্তরে বিষ দিবে মেখে দিয়া মিঠা কথা ২
উপর উপর দেখায় ভালো ভিতরে লবণ ।।
অন্তর পুড়ে হইছে কয়লা মিছে ভাবনায়
কষ্ট যত পেলাম আমি দিয়ে এ হৃদয় ২
প্রেম আগুনে পুড়ে সহিম পুড়ে হয় বর্ষন ।।
তারিখঃ ২০/০৫/২০২৪ ইং