আমি প্রতি রাতে স্বপ্ন দেখি যাবো মদিনাতে
ঘুমাইতে দিলোনা মুর্শিদ আজও নিশিতে।।


না চিনিলে নূরের পথ জিবন রইবে অন্ধকারে
দ্বীলের আঁধার যাবে কেটে গেলে পীরের দরবারে ২
কেউ স্বপ্নেও যদি দেখে তোমায় যাবে জান্নাতে।।


দো-জাহানের বাদশা আমার হযরত মোহাম্মদ (সঃ)
তোমার উছিলায় সৃষ্টি হইছে সৃষ্টির ও জগৎ ২
সহিম বলে ইয়া মোহাম্মদ দেখা দাও স্বপনেতে।।


তারিখঃ ০৭/০৮/২০২২ ইং