গোল টুপি আর লম্বা জামা তুলছো তোমার গায়
হজ্ব করিতে যাও গো তুমি সুদের ই টাকায়
গাঁয়ের লোকে জানবে তোমার হাজী পরচয়।।


তুমি বিনা লাভে বিনা স্বার্থে যাওনি কারো কাছে
মাঝেমাঝে পড়ো নামাজ চলতে এই সমাজে ২
গাঁয়ের মোড়ল হতে কেবল করছো শুধু ছলনা
সময় থাকতে ছাড়ো এসব নাই কি তোমার ভয় ।।


রোজা রাখো নামাজ পড়ো ধর্ম নিয়া ব্যবসা করো
মিষ্টি কথায় মন ভুলাইয়া নিজের পকেট ভরো ২
রোজা নামাজ হবে না তোর ছাড়ো মিছে বাহানা
সহিম বলে ছলচাতুরী সব জায়গায় কি হয়।।


অভিনয় সব ছেড়ে দিয়ে আয়রে মসজিদ মন্দিরে
সরল পথে সরল মনে ডাকলে পাবি আল্লাহ রে ২
পরের হকে দিসনারে মন নজর রাখিস ভালো
পার করিবে পরকালে পরম দয়াময়।।


তারিখঃ ১৪/১১/২০২২ ইং