মনে আমার এত আশা তোমাকে ঘিরে
তুমি বুঝতে দেখলে এই বুকটা চিরে ।।
মন মন্দিরে আছো তুমি দেবতা হয়ে
সুখি হবো আমি ওগো তোমাকে পেয়ে ২
তুমি চাইলেই আসতে পারো মোর বাসরে।।
ফুল তুলে মালা গেঁথে তোমার অপেক্ষায়
চেয়ে চেয়ে তোমার প্রাণে বেলা ডুবে যায় ২
কবে আসবে বন্ধু তুমি থেকোনা আর দুরে।।
জ্যোৎস্না রাতে পুকুর পাড়ে ভাবি নির্জনে
তোমার ছোঁয়া কবে পাবো আমার এই মনে ২
তোমার পথও পানে চেয়ে সহিম ভাবে নিগড়ে।।
তারিখঃ ৩০/০১/২০২৩ ইং