মাঝে মাঝে স্বপন দেখি আসবা তুমি ফিরে
সেই বাসনায় ফুল বিছানা সাঁজাইছি অন্তরে ।।
মনো প্রাণ দিয়াছি সপে ভালোবাসি বলে
বিনিময়ে তুমি আমায় কাঁদাও চোখের জলে ২
দোহাই লাগে আর আমারে দিও না জ্বালা
প্রেম বিরহে মরি আমি পুড়ে পুড়ে।।
ভালবাসলে হয় কলঙ্গ জানতামনা রে আমি
ভালবেসে কি সুখ হলো হলাম আসামি ২
প্রেমের ঘাটে এত কৌশল এত ছলনা
কবি সহিম প্রেম করিয়া বুঝলো ধীরে ধীরে।।
তারিখঃ ০৩/০৩/২০২৩ ইং