আধুনিক গান
""""""""""""
(ও আমার) মন কাননের শাখায় শাখায় ফুলের মেলা,
(শুধু কি) দূরে বসেই বার্তা লিখে ভাসিয়ে দেবে সময়ভেলা?
(ও হাসি) মিথ্যে সবই ছবি করেই যদি রাখো,
(ও প্রেমের) কি দাম বলো অমন যদি দূরেই থাকো?
(কবে আর) আসবে বলো দেখতে আমার ভুলের খেলা।।
(শুধু কি) দূরে বসেই ...
(কি হবে) দ্বন্দ্ব নিয়ে মন্দ-ভালর গলদ ধরে?
(কি হবে) ধন্দ মনে গন্ধ বোঝার বিচার করে?
(এখনো) না এলে আর যায় কি দেখা ফুলের শোভা?
(শুকোবে) অবহেলায় অন্ধকারে ঢাকবে প্রভা।
(প্রেমের এই) আলোর মেলা তোমার ভুলে হবেই নাকি নিঠুর খেলা?
(শুধু কি) দূরে বসেই ...