--------------------------------
           * নতুন দিনের গান *
-----------------------------------
ঝরা পাতায় হোক জ্বালানি
                  নতুন দিনের বনভোজনে
নতুন পাতায় ছাওয়া শাখায়
                  বিহগ ভরায় মন কুজনে।


ঐ যে নদী বইছে দেখো
    মরুর বুকেও শুকায় না সে
চাঁদের আলোয় হাসি ছড়ায়,
    দাঁড় বেয়ে যায় কোন্ সুজনে?


না গাওয়া গান গাইবো এবার
                  শুনবে এসো জলসাঘরে
আকাশ-কোণের শূন্যগুলো
                  নতুন মেঘে উঠবে ভরে ।


ঐ যে পথিক শুনছে দেখো
  মধুর আযান ভোর আকাশে
ভোরের বাতাস শিউলি ঝরায়,
   গান গেয়ে যায় কোন্ দুজনে?


শ্বেত-কপোতের খাঁচাখানা
                  ভাঙবে এবার জোর আঘাতে
রাখতে পারো এবার তুমি
                  তোমার হাতটি আমার হাতে।


ঐ যে তরুর দুলছে শাখা
                 ফুলের সুবাস মন-বাতাসে,
স্বর্ণালি রোদ উঠোন ভরায়-
                 খুশির জোয়ার এই ভুবনে।