তুমি আমার জানরে বন্ধু, তুমি আমার মান,
তোমার জন্য সইতে পারি সকল অপমান।
তুমি আমার জান…
তোমার জন্য বন্ধু আমি হয়েছিলাম নষ্ট,
সেই তুমি আজ উল্টো যদি দাও আমারে কষ্ট।
বলার কিছু নাইরে বিধি ধৈর্য্য কর দান।
তুমি আমার জান…
তুমি আমার জানরে বন্ধু, তুমি আমার মান,
তোমার জন্য সইতে পারি সকল অপমান।
কষ্টে আমার জীবন গড়া কষ্টে নাইরে ভয়,
হাসি মুখে কষ্ট যেন করতে পারি জয়।
কি পরিমান কষ্ট নিলে? পাব মনে স্থান,
তুমি আমার জান…
তুমি আমার জানরে বন্ধু, তুমি আমার মান,
তোমার জন্য সইতে পারি সকল অপমান।
তোমার জন্যই ধরনীতে আমি বিধির সৃষ্ট,
তোমায় ভালবাসি বলে লোকে বলে ভ্রষ্ট।
ভ্রষ্ট মনে তুমি সদায় করছ অবস্থান,
তুমি আমার জান…
তুমি আমার জানরে বন্ধু, তুমি আমার মান,
তোমার জন্য সইতে পারি সকল অপমান।
নষ্ট মনটা কি করে আর করব আমি শিষ্ট?
তুই ছাড়া আর নাইরে মনে কোনো অবশিষ্ট।
মন প্রবাহে তোর ই শোভা।।২।। সদা বহমান,
তুমি আমার জান…
তুমি আমার জানরে বন্ধু, তুমি আমার মান,
তোমার জন্য সইতে পারি সকল অপমান।
আমি নষ্ট,আমি ভ্রষ্ট,আমি নিজেই নিজের কেষ্ট,
তোমার জন্যে শুধু আমি হয়েছি বিনষ্ট।
নষ্ট মনে তোর প্রতিভাস চির অস্তিমান।
তুমি আমার জান…
তুমি আমার জানরে বন্ধু, তুমি আমার মান,
তোমার জন্য সইতে পারি সকল অপমান।