এরই নাম হয়তো নিয়তি,
ভালবেসে গেলাম শুধু,
উদাসীন তুই আমার প্রতি,
এরই নাম হয়তো নিয়তি।


ভুলেও আমি চাইনি যাহা,
কেন আসিলো ভাগ্যে তাহা?
এঁকে কপালে চিহ্ন যতি,
এরই নাম হয়তো নিয়তি।


একতরফা তারে ভালবাসিলাম
বিনিময়ে শুধু অবহেলা পেলাম,
বুঝাতে ব্যর্থ তারে,আমার প্রীতি,
এরই নাম হয়তো নিয়তি।


হয়তো রীতি, এটাই কি প্রীতি?
বিধির সুকৃতি, প্রীতি শুধু স্মৃতি,
ব্যর্থ মোর গীতি, হায়রে প্রিয়তি,
এরই নাম হয়তো নিয়তি!!!