লোকের নিন্দায়...কি বা আসে যায়।
তোমার আমি ভালবাসি, তুমি হইলে সর্বনাশী,
এখন, তোমাকে হারিয়ে আমি নরক সীমানায়,
লোকের নিন্দায়...কি বা আসে যায়।
তোমায় ভালবেসে আমি হইলাম পাগলিনী,
বুকের ভিতর দু:খের নদী বইছে দিন-রজনী।
তুমি কোথায় থাক কেমনে থাক? দেখতে মনটা চায়,
লোকের নিন্দায়...কি বা আসে যায়।
তোমায় ভালবাসি বলে, লোকে আমায় পাগল বলে,
আমি ভাসি নয়নজলে, তুমি হাস তলে তলে,
কবে তুমি আসবে বল, আমার আঙ্গিনায়?
লোকের নিন্দায়...কি বা আসে যায়।
রাখিয়াছি তোমাতে হাত, ফিরাইয়োনা প্রাণনাথ,
আসবে বলে সুখের বারাত, নিদ্রাহীনা কাটে যে রাত,
একবার এসে দেখে যাও, পাপী সহিদ বড়ই অসহায়,
লোকের নিন্দায়...কি বা আসে যায়।
মোহাম্মদ সহিদুল ইসলাম