দূর হতেই বন্ধু তোরে করে যাব আশিস,
বলবো না আর আমারে তুই একটু ভালবাসিস।
যতই তোরে ভালবাসি তুই যে অন্যের বঁধু,
ভালবাসার অর্থ বুঝি মন পোড়ানো শুধু।
বিশ্বাসীয়া পান করেছি প্রেমানলের বিষ।
বলবো না আর আমারে তুই একটু ভালবাসিস।
ভালবাসা আমার জন্যে খোদার অভিশাপ,
আমারে তুই বাসলে ভাল, তোর হবে তা পাপ।
কারণ হলো তুই এখন অন্যের ঘরে আছিস,
বলবো না আর আমারে তুই একটু ভালবাসিস।
আমার দু:খ আমারই থাক, ভাসি আঁখি জলে,
এমনি কররেই প্রাণ পাখি যাবে একদিন চলে।
দোয়া করি তুই অনন্ত সুখ সাগরে ভাসিস,
বলবো না আর আমারে তুই একটু ভালবাসিস।
দূর হতেই বন্ধু তোরে করে যাব আশিস,
বলবো না আর আমারে তুই একটু ভালবাসিস।
মোহাম্মাদ সহিদুল ইসলাম