আমার হৃদয়েতে ব্যথা
আমি ঔষধ দিবো কোথা?


কেউকি আমায় বলে দিবে? কি করিলে ব্যথা যাবে?
হৃদয় আমার পূর্ণ হবে, মানিলে কোন প্রথা?
আমার হৃদয়েতে ব্যথা
আমি ঔষধ দিবো কোথা?


ডাক্তার বাবুর মিটারেতে ব্যথা ধরে না,
ব্যথা আমার সারেনা, ব্যথা সারেনা।
কেউ তো বুঝতে চায় না,
আমার মনের কথা।
আমার হৃদয়েতে ব্যথা
আমি ঔষধ দিবো কোথা?


পাইনি ব্যথা, তীরটি যখন, আঘাত করে অন্তরায়,
যখন দেখি শিকারি তুমি, দু:খে পরান ফাইটা যায়।
কারে জানাবো আমি, এই দূখের কথা?
আমার হৃদয়েতে ব্যথা
আমি ঔষধ দিবো কোথা?


মোহাম্মদ সহিদুল ইসলাম