প্রবাসী বলে আমায় হেলা করিস না,
প্রাপ্য সম্মান চাই শুধু করুণা চাইনা।
ভাগ্য ছিল তাই আমি হইছি প্রবাসী
দেশের জন্য মনটা আমার কান্দে দিবানিশি।
সম্মান নিয়ে বাঁচতে চাই আর কিছু চাইনা।
প্রবাসী বলে আমায় হেলা করিস না।
১০১টা পাপ করেছি,কোন জনমের পরে!
তাইতো আজি প্রবাস নামের মুক্ত কারাগারে,
সুখের কাছে টাকা আজ ব্যর্থ নিশানা।
প্রবাসী বলে আমায় হেলা করিস না।
এই প্রবাসে এসে কেহ হারিয়েছে মাতা,
জন্মের মত কেউবা আবার হারিয়েছে পিতা,
সর্বহারা দু:খিরে কেউ দু:খ দিস না,
প্রবাসী বলে আমায় হেলা করিস না।
কেউ জান কি কিরূপ দু:খ বহে পরবাসী,
বুকে নিয়ে দু:খের পাহাড় মুখে মধুর হাসি,
হাসিমাখা মুখটা কেহ মলিন করিস না।
প্রবাসী বলে আমায় হেলা করিস না।