মানুষ গেছে পশু হইয়া,কোথায় গেলে মানুষ পাই?
চিন্তা ভাবনা কইরা দেখি, আমিই তো আমার নাই।


আজকে ছেলে বাপ চিনে না, এই কি ছিল ভালে,
অধম পিতা কেমনে বল, পশুর জন্ম দিলে?
এমন ছেলে জন্মদিলে, নাইরে তোমার উপায় নাই।
মানুষ গেছে পশু হইয়া, কোথায় গেলে মানুষ পাই?


জন্ম দিয়া ঠেকছে বুঝি, হায়রে অধম বাপ!
কোন বাপের হয়না যেন, এমন অভিশাপ।
অভিশাপও ভাল তবু অসৎ ছেলের দরকার নাই,
মানুষ গেছে পশু হইয়া, কোথায় গেলে মানুষ পাই?


পশুর শোকে পশু কাতর, দেখি জগত জোড়া,
নরের শোকে কাঁদবি নর, আবার কবে তোরা?
তাইতো বলি থাকতে সময় আয়রে ভাল হয়ে যাই,
মানুষ গেছে পশু হইয়া, কোথায় গেলে মানুষ পাই?


মোহান্মদ সহিদুল ইসলাম