তুমি রহিম, তুমি রহমান,
জানি প্রভু তোমার দয়া আছে অফুরান।
আমি তোমার পাপী গোলাম, দেহ করছে পাপে নিলাম,
তবু করি মাপের আশা, কইরোনা আমায় নিরাশা,
ওহে দয়াবান…
তুমি রহিম, তুমি রহমান,
জানি প্রভু তোমার দয়া আছে অফুরান।


কিবা সম্বল আছে আমার, জীবন যে মোর শুধুই আঁধার,
যাতনায় ভরা জীবন আমার, ভেবে পেরেশান।
তুমি রহমান…
তুমি রহিম, তুমি রহমান,
জানি প্রভু তোমার দয়া আছে অফুরান।


পাপের বোঝা মাথায় আমার, তুমি ছাড়া নাই কেহ আর,
পাপকে আমার মাফ করে দাও, করো পুণ্যবান,
তুমি রহমান…
তুমি রহিম, তুমি রহমান,
জানি প্রভু তোমার দয়া আছে অফুরান।


সকল যেদিন হবে ফানা, থাকবে শুধু তোমার নিশানা,
সেই অকুল পাথারে তুমি স্বস্তি কইরো দান,
তুমি মহীয়ান…
তুমি রহিম, তুমি রহমান,
জানি প্রভু তোমার দয়া আছে অফুরান।