তুমি নূর নবী হযরত,
তুমি মওলাজির কুদরত।
তোমায় পেয়ে ধন্য হলাম আমরা জগতবাসী,
তোমায় ভালবাসি, হজরত (স) তোমায় ভালবাসি।
ঘোর তমসায় মানব যখন গিয়েছিল পরি,
অন্ধকারে নিখিল যখন গিয়েছিল ভরি,
ঠিক তখনি শুনালে মুক্তির মোহন বাঁশি,
তোমায় ভালবাসি, হজরত (স) তোমায় ভালবাসি।
মানবতা বন্দী যখন তমসার খাঁচায়,
শয়তানদের কাছে যখন সত্য অসহায়,
তুমি এসে দিলে তখন মিথ্যার গলায় ফাঁসি।
তোমায় ভালবাসি, হজরত (স) তোমায় ভালবাসি।
অসহায় লাঞ্চিতা নারী, মজলুম, সর্বহারা,
তাঁদের বিলাপে যখন বিষে পূর্ণ ধরা,
তুমি আসলে ভয় পেয়ে যায় সকল সর্বনাশী,
তোমায় ভালবাসি, হজরত (স) তোমায় ভালবাসি।
কলতানময় হয়ে উঠল মক্কার ময়দান,
আকাশ বাতাস তরুলতা উঠলো গেয়ে গান।
সৌরভে সিক্ত হল মলিন মক্কাবাসী,
তোমায় ভালবাসি, হজরত (স) তোমায় ভালবাসি।
গভীর মায়ায় সুরেলা হয়ে উঠলো বেজে সুর,
সত্য আর সুন্দরে হল ধরণী ভরপুর,
স্বর্গ হাসে মর্ত হাসে, হাসে বিশ্ববাসী,
তোমায় ভালবাসি, হজরত (স) তোমায় ভালবাসি।
তুমি নূর নবী হযরত,
তুমি মওলাজির কুদরত।
তোমায় পেয়ে ধন্য হলাম আমরা জগতবাসী,
তোমায় ভালবাসি, হজরত (স) তোমায় ভালবাসি।