আমি নষ্ট মানুষ জেনেও তুমি বেসেছিলে ভালো,
আমার মধ্যে দেখেছিলে কোন আকাশের আলো?
আমি এক ব্যর্থ মানুষ, সময়তে থাকেনা হুশ,
তবু তুমি ভেবেছিলে আমাকে নির্দোষ।
ব্যর্থ লোকে ভালবেসে হৃদয় কেন জ্বালো!
আমার মধ্যে দেখেছিলে কোন আকাশের আলো?
সাকীরে তুই এনে দে না লাল পানির গেলাস,
লাল পানিতে মিটাইবো ভালোবাসার পিয়াস,
মাতাল তালে মিশে জীবন হইলোরে কালো,
আমার মধ্যে দেখেছিলে কোন আকাশের আলো?
চেয়েছিলে আমার কাছে একটু ভালোবাসা,
তোমায় আমি দিয়েছিলাম ব্যর্থে ভরা আশা।
নষ্ট পাত্রে প্রেম বিকিয়া হৃদ করিস না কালো,
আমার মধ্যে দেখেছিলে কোন আকাশের আলো?
ব্যর্থ আমি দিতে তোমার, ভালবাসার মূল্য,
তবু তুমি ভাবলে কেন আমাকে দেবতুল্য।
এর চেয়ে তো একা থাকা ছিল তোমার ভালো।
আমার মধ্যে দেখেছিলে কোন আকাশের আলো?
আমি নষ্ট মানুষ জেনেও তুমি বেসেছিলে ভালো,
আমার মধ্যে দেখেছিলে কোন আকাশের আলো?
মোহাম্মদ সহিদুল ইসলাম