এতো বড় দুনিয়া তোমার মানুষ হাজার হাজার
রংয়ের এ মেলায় দয়াল রঙ্গিলা বাজার
যে বাজারে সওদা করে
মন মাঝি আজ কাইন্দে মরে
শুন্য শুন্য শুন্য দেখে
দেখে শূন্যেরই নৈরাকার।
এই মানুষের হাজার ভিড়ে
খুজে ফিরি নীড়ে নীড়ে
পাইনা তবু মনের একজনারে
ও দয়াল কে বসিবে মনের মাজারে
ও দয়াল কে দেখিবে মন মাজার।
আমার মনের দঃখ ব্যাথা
না বলা কতো কথা
কান্দে নিরজনে
চেনা মানুষ অচেনা আজ
পাই না আপনজনে
পথের ফকির হইলাম দয়াল
কে হইলো রাজারে
কী হইলো রাজার?