তোমার নিঠুরতায় হেরেছে শীমার
ইট বালু পাথরের হৃদয় তোমার
চোখে বহে জলের ধারা
হৃদয় পুড়ে হলো সারা
আমায় করে গেলে সর্বহারা
বলো কি অপরাধ ছিলো গো আমার।
যে আগুন তুমি জ্বালিয়ে গেলে নেভাতে পারিনা তা চোখের জলে
দাউ দাউ করে জ্বলে আমার এই বুক
জানিনা তুমি কতটা পেয়েছো গো সুখ
চোখে রেখে চোখ তুমি বলে যাও একবার
কি প্রয়োজন ছিল এতোটা কাঁদাবার।
যে অপরাধে তুমি পোড়ালে আমায়
আমার তো সেখানে ছিলনা কো কোন দায়
সুখ স্বার্থ তুমি করোছো গলার মালা
কেন তবে এ জীবন হলো কারবালা
কি করো মিটাবো বলো এই প্রেমের জ্বালা
ভালোবাসা নাই দিলে আমায় পুড়িয়ে গেলে
বলো আর কতো রয়েছে পোড়াবার।