ইদ ইদ ইদ এলো, এলো রে ওই খুশির ইদ
দিকে দিকে খুশির বারিদ, নেই যেন কারো নিদ
ইদেরও তাগিদ চলছে তো চলছেই খরিদ
ইদ ইদ ইদ এলো, এলো রে ওই খুশির ইদ।
খরিদায় বাহারী ব্যঞ্জনা, রয়েছেন হরেক জনা
লোক দেখাতে থোক চোকাতে
হিসেবের আনা গোনা, কি যে বিবেচনা
ভাবি আনমনা না হয় হলাম আরো কিছু দেনা,সে নিদারুণ এক জিদ।
মান রাখা চাই মন রাখা চাই ধেয়ে আছে সবাই
বাচ্চা-বিবি বোন-ভগ্নি আয়া বোয়া খালা,দারোয়ানের কোমল গলা
জুতা সুতা থেকে রাধুনিকার পাকে চরমে ভাঁজে আমায়
হালালরে করি তাই ফাপর দালাল, আরো কতক হলো না বলা
ফকির-মিসকিন খোঁড়া-ন্যাঁড়া, এতিম-খাদিম ধনীর আখড়া সকলি নির্বিদ।
সেই খুশিতে পটি, করি ছোটাছুটি, কি যে খাঁটাখাটি
আহ কি আনন্দ ছুটেছে নন্দ ব্যবসা ফাটাফাটি
কর্মে নেই মর্মে নেই ধর্ম চলে নর্মে
নন্দ’রা হান্দে ভানু’রা কান্দে রক্ষে নেই কোন বর্মে
আহ! কি ধোঁয়ায় ধোঁয়াশা এ জীবন, কী মোহে তবে এ বিদ।