কোরবানি,,, এলো কোরবানি,,,,
বছর ঘুরে আবার দ্বারে
বিশ্ব জুড়ে ত্যাগের ভারে
খোদারই মেহেরবান
ইদ ইদ ইদ এলো
এলো ইদে কোরবান।
গরু মহিষ ছাগল ভেড়া
দাও না যতো জোড়া জোড়া
লাভ হবে না কোন রে ভাই
মনের পশু বড় আশু
তাকে করো আগে জবাই
বছর ঘুরে এসেছে ভাই
খোদারই রাহমান
ইদ ইদ ইদ এলো
এলো ইদে কোরবান।
সুদ-ঘুষ-দুর্নীতি
দাও কো ছেড়ে যথারীতি
ধনী গরীব জনম দুখী
হও না সবাই পরম সুখী
গাও ইসলামেরই গান
মিলাইও পরাণে পরাণ।
ইদ ইদ ইদ এলো
এলো ইদে কোরবান।
বছর ঘুরে আবার দ্বারে
বিশ্ব জুড়ে ত্যাগের ভারে
খোদারই মেহেরবান
ইদ ইদ ইদ এলো
এলো ইদে কোরবান।