ভালবাসি আমি আর বলবো না তোকে
ডাকবো না আর ভালোবেসে।
পাথর চেপে বুকে বেধেছি নিজেকে
দীর্ঘশ্বাস আর ফেলব না দুরাকাশে
ডাকবো না আর ভালোবেসে!


স্বপ্নের ঘুড়ি করে উড়াউড়ি শুধুই অযাথা
না হয় আর বলবো কথা
লিখবো না কবিতা
বুনবো না স্বপ্নের কাঁথা
কাঁদে কাঁদুক আমার এ মন
ছুয়ে দেখবো না কভু কখন
চাইবো না তোর আরশে
ডাকবো না আর ভালোবেসে!


তোর গলার কাটা যে আমি
নয়তো ফুলের মালা
কথায় কথায় বেলা অবেলায়
দিয়ে যাস তুই বিষের জ্বালা
যদিও তোকে ভুলবো না
জপি তোর আল্পনা
তুই যে সুখের ভেলা
আমার অনুরাগের দোলা
রিক্ত আমি তোর পরশে
ডাকবো না আর ভালোবেসে!