দেখো দেখো, এই বাংলা মায়ের জয়....
আমার সোনার দেশের হাল ধরেছে বঙ্গবন্ধুর কন্যায়
শেখ হাসিনায়
দেখো দেখো, এই বাংলা মায়ের জয়....
আমার সোনার নাওয়ে পাল তুলেছে বঙ্গবন্ধু কন‍্যা শেখ হাসিনায়
দেখো দেখো, এই বাংলা মায়ের জয়....


দেখো দেখো এই বাংলারই বিজয়
আমার স্বপ্নের দেশ বাংলাদেশ
বিশ্বেরই বিষ্ময়
বিশ্ব যার মেলাতে হিসাব হয় যে তন্ময়
আমার স্বপ্নের দেশ বাংলাদেশ
হলো স্বপ্নময়
স্বপ্নে একে স্বপ্ন ভরে স্বপ্ন ছুয়ে যায়
আমার সোনার নাওয়ে পাল তুলেছে বঙ্গবন্ধু কন‍্যা শেখ হাসিনায়
দেখো দেখো, এই বাংলা মায়ের জয়....

সেই তলা বিহীন এক ফেলনা ঝুড়ি
দিয়েছে যে সোনায় মুড়ি
সোনার ফসলে
গিয়েছে যে ভরে,
ধুধু মরুর বালু চরে
আমার ভাটির দেশ মাটির দেশ কৃষাণের বাংলায়।
পদ্মা মেঘনা যমুনায় কর্ণফুলির মোহনায়
আমার সোনার নাওয়ে পাল তুলেছে বঙ্গবন্ধু কন‍্যা শেখ হাসিনায়
দেখো দেখো, এই বাংলা মায়ের জয়....