মন আমার আজব ড্রাইভার
নিত্য চলে নানানও কারবার
কারণে অকারণে থামায় গাড়ী
বাজায় হরেন বারবার  
ও বন্ধুরে মন আমার,,,


কোন রুটেতে যাইতে হবে কোন রুটে যাবে
থাকে না তো সে হিসাবে
গাড়ী চালাই আপন ভাবে
ও বন্ধু এতো ডাকি শোনে না সে বলি এতোবার
ও বন্ধু রে মন আমার,,,


ডাইনে বাইয়ে দেখে না সে করে না ব্রেক
রঙ্গের গাড়ি পাইলে ধরে করে ওভারটেক
হেড লাইটা জাইলা পরে কালো কালো ধোয়া ছাড়ে
কী আজব গাড়ীর যাত্রী আমি বুঝছি হাড়ে হাড়ে।
ও বন্ধুরে এতো বুঝাই কভু সে ধারে নাকো ধার।


সিগনালে তার মাথা আওলায়
খানিক কাশে খানিক ঝিমায়
মানে না তো গতি
দেখলে পরে লাল সবুজের বাতি
ও বন্ধুরে চলছে গাড়ি ভবের বাড়ি চলে দিবারাতি
ও বন্ধুরে পায়ে ধরি তবুও মানে না সে দরবার।