আমার একলা আমি ছিলাম ভালো
আমার একলা আকাশ মেঘে কালো
তাওতো আমি ছিলাম ভালো
ভালো আমার  কে নিলো?


আমার একলা আমি ছিলাম ভালো
আমার একলা আকাশ মেঘে কালো
কে আমায় পথ দেখালো
আলোয় কালোয় পথ হারালো
পথ আমার কই গেলো?


পাখি আমায় আপন করে
অনেক মায়ার গল্প ধরে
দুই নয়নে স্বপ্ন ভরে
মনটা নিয়ে কই পালালো
আমার একলা মনটা খেয়ে দিলো!



কষ্ট আমার সাঙ্গ করে
সব যাতনা হৃদয় ভরে
আমার মনের ছোট্ট ঘরে
আন্ধারও পথটি ধরে
আমায় একলা পথে চলতে হলো।