বাঁচতে চাই, বাঁচাতে চাই
যুদ্ধ করে বাঁচাবো তাই


অশিক্ষাতে ভরে গেছে এই দেশটা
মিথ্যার বাণী ছড়ায় একটা একটা
এক সাথে যুদ্ধ করি  এসো সবাই  
মরতে হয় মরবো আমরা ভাই ভাই।


মরছে মানুষ রোগের হাতে
জাত ধর্ম ভুলেছে তার সাথে
দুর্ভিক্ষ আজ সারা দেশে লেগেছে সেই
অভাব আর অনটন লেগে আছেই।