যে ব্যথা  দিলে আজ ভুলবো কেমন করে
শুধু চোখের জলে ভাবি রাতের অন্ধকারে
স্মৃতি গুলো মনে ভাসে, মনে পড়ে সেই কথা
তবুও অপেক্ষায় থাকি, শুধু দিয়ে যাও ব্যথা


যে ব্যথা দিলে আজ ভুলবো কেমন করে
শপথের বাণীগুলো  খুবই যে মনে পড়ে
কেন তুমি দিয়েছিলে এতো স্নেহ ও ভালোবাসা
কেনই বা কেড়ে নিলে এইটুকু আমার আশা
আমারও তো সামান্য চাওয়া ছিল শ্রদ্ধার ভাষা
তবুও বা কেড়ে নিলে এইটুকু আমার আশা


যে ব্যথা দিলে আজ ভুলবো কেমন করে
শুধু চোখের জলে ভাবি রাতের অন্ধকারে
স্মৃতি গুলো খুলে দেখি একা যে মনের ঘরে
তবুও তোমায় কেন বারংবার এতো মনে পড়ে