এ যে আজব দেশের আজব কথা
সে তো নতুন নয়
যার ক্ষতি হয় সে পায় না
পায় যে বড়ো লোক রে


গরীব নিয়ে রাজনীতি
করে কত অভিনয়
কিছু কথা বলতে গেলে
তাড়ায় বারে বারে


যার ভেঙেছে ঘরবাড়ি
সে পায়না ভাঙার টাকা
তাই তো থাকে চুপ করে।