কত সহজে  আপন পর হয়
বিনা কারণে দোষী সাজালে
আমায় তুমি কাঁদালে


আমি তো তোমায় বলেছি সব
তবু কেন আমায় দূরে রাখলে
তাই ছেড়ে যাই আজ চলে


রেখে গেলাম সুখ দুঃখ
রেখে গেলাম ভালোবাসা
আমায় ফেলে তুমি চলেগেলে।