ত্রান নিয়ে দাঁড়িয়ে আছে
বাংলার শাসক দল
ঘুরে দেখুন সত্যি কিনা
সবাই এখন বেসামাল
ছবির তোলায় নেতা মন্ত্রী
টিভির তলায় কথা
টাকা নিয়ে ত্রানের নীতি
কে বুঝবে এদের ব্যথা
আমফান করে দিলো বেহাল
যে আসুক আসুন না ত্রান নিয়ে
তাতে ভয়ে কেন পাও
পকেট কমে গেলে দিল্লি কেন যাও
দেখো বাংলাবাসী নেতাদের হাল।