ভুলে যেতে চাই--
তবু কেন ভুলিতে পারি না আমি
মাথার উপর কালো মেঘ নামি
মাঠ জুড়ে বিদ্যুৎ ঝলকানি
তবু কেন ভুলিতে পারি না আমি।
শরীরে বজ্র আঘাত হানে
ডুবে যাই যে সমুদ্রবানে
বায়ু বলে, শীতল হাওয়া বইছে গগনে
পাগল হাওয়া তবু কেন আমার মননে
তবু কেন ভুলিতে পারি না আমি।
পুষ্প বলে ,গাঁথি আমি রজনী মালা
ফুলে ফুলে তবু কেন আমার এতো জ্বালা
চন্দ্র বলে, তোমার কিরণ ঢালো
সূর্য বলে, সারাবছর আমি দিই যে আলো
তবু কেন ভুলিতে পারি না আমি।
তারা বলে, রূপকথা সারা বছর আঁকি
আকাশ বলে ,তোমার ছবি আঁকতে আমার বাকি।
দেখি ছায়াপথ, পাই না খুঁজে রথ
তবু কেন ভুলিতে পারি না আমি।