আমি জানি তুমি  কেমন হে
তোমারই অতীত পরিচয়
এই তো জানি ইতিহাস হয়ে আছে
ঠিকানায় অনাঙ্ক্ষিত যে রয়েছে


তুমি শুধু নামের পেছনে আছো
তোমার জ্ঞানের পরিচয় দিতে কি পারো
তবুও তোমার বাড়িতে পুরস্কার    ভরো
কত হিসাব তোমার করা আছে


তুমি টাকার ক্ষমতায় কিনে নিতে পারো
কিন্তু মন তো নিতে পারো না
তোমার নামের ছবি থাকবে আঁকা
তাঁরই নিচে ফুলের মালা গাঁথছে।