তুমি আজও আছো বলে
সুর জেগে আছে প্রাণে
খুঁজে পাই জীবনেরই মানে


মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে
আমরা সবাই মৃত্যুর কাছে
তাই তো বেঁচে  গানের টানে  


হাহাকার আর আর্তচিৎকারে
মৃত্যুর শব কাতারে কাতারে
শান্তির বাণী তোমার গানে