কত আশায় বেঁধে  ছিলাম ঘর
কত স্বপ্নতে ছিলাম আমি বিভোর
তুমি আমি, আমি- তুমি
এমনই করে যাবে সূর্য অস্তগামী


তোমার মুখে হাসির শূন্যতা
মুছে গেল আমার ভাবনা তা
তুমি আমার হলে, গেলে দূরে
আমি থাকি যে শুধু অন্ধকারে
মানলে না তো কোনদিন স্বামী


তবুও আনেক আশা নিয়ে
তোমার মন পাওয়ার জয়ে
ছেলে- মেয়ে হলে পরে
মনটা পাবো নতুন করে
সেই শূন্যতা আজও নিম্নগামী।