সেই ছোট্ট থেকে কত আশা
রেখেছিলাম সেই থেকে স্বপ্নে
গুছিয়ে রেখেছিলাম আমার মনে
সবার ভবিষ্যৎ গড়তে গিয়ে
নিজেই পড়লাম শুয়ে
কেউ রাখেনি সেই মানে
আমি মায়ের শপথ রাখতে গিয়ে
নিজের ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়ে
হারিয়েছি তাদের কাছে সম্মান
কথায় কথায় পেয়েছি অপমান
নিজের রক্ত সম্পর্কের টান
উপহার স্বরুপ মার পেয়েছি দান