শুধু  বাংলাতে গান গাইবো  গ্রামে
আমার মায়ের দেওয়া সুরের নামে
যে ভাষাতে শিশুবেলায় খাওয়াতো যে প্রাণে
আমার মায়ের দেওয়া সুরের  সেই নামে।


মাথায় ঝুড়ি কাঁচা পথে হাঁটতো ভাষা বলে
ভীড়  জমতো রাস্তার পাশে মায়ের কাছে এলে
সে ভাষাতে মায়ের  কথা  জেনেছি এই নামে


সেই সকালে যেত যে মা ফিরত সন্ধ্যা এলে
বর্ণমালার গুটিকতক বলতো সুরে রাত হলে
আকাশভরা জোট তারা শুনতো এক মনে
সে ভাষাতে মায়ের কথা জেনেছি এই নামে।