নেই নেই
কিছুই নেই
রাস্তাঘাটে মানুষ নেই
বাস নেই, ট্রেন নেই,নদীতে নৌকা নেই
স্কুল কলেজে শিক্ষক নেই, ছাত্র নেই
পড়া নেই চাহিদা নেই
অভিভাবকদের তাড়া নেই
পরীক্ষা নেই রেজাল্ট নেই
নেই নেই নেই
ছেলে- মেয়ের টিউশন নেই
বাজার যাওয়ার তাড়া নেই
রান্নারও তাড়া নেই
শুধু আছে সচেতন
ঘরে থাকার অঙ্গিরার
আর আছে ভয় আর আতঙ্ক
নেই নেই নেই
মানুষের হাতে সময় আর নেই ।