সময় বলে দেয় সময়ের বন্ধু কে
যে যার মতো করে নেয় সময়কে
প্রয়োজনে আসে শুধু কাছে


সময় শেষে চেনেনা আমাকে
কি করে বুঝবে বন্ধু বলি তাকে
কাজ মিটে গেলে  আসে না কাছে।