আমি শুধু তোমার হাতের পুতুল
যখন যেমন নি চলো একূল ওকূল
আমায় বিপদে ফেলে আছো বেশ সুখে
তুমি নিজের দোষটি চাপাও অন্যের ঘাড়ে
তুমি নিজের অতীতভুলে ক্ষমতা গড়ো
তোমার লাগাম নেই যে কথা বলা মুখে
তোমার কথা লিখতে হবে মিথ্যে করে
মানুষের জন্য তুমি তো নও
তুমি শুধু রাজ্যের বিভেদ গড়ে থাকো