গরীবের খাদ্য কেড়ে নিও না, কেড়ে নিও না
নেমে এলো গ্রাম জুড়ে মহামারির ত্রাস
তোমরা আর নিও না কেড়ে পেটের ভাত
তোমরা নাকি দেশ - রাজ্যের নাবিক
যেমন চালাও চলি আমরা
বাঁচতে শুধু চাই
রেশনেতে চাল নেই
থাকবো কেমন করে তাই
কেড়ে নিও না...
আমাদের জন্য তোমরা যে আছো
তা কেন ভুলে যাও
বিপদের সময়
এতো উপরে বসিয়েছি
শুধুই আমরা
কেড়ে নিও না...
আমরাও কেড়ে নেবো তোমাদের আসন
বুঝবে ঠেলা তখন পাবেনা আমাদের মন।