রাগ করোনা খুকি
করবো না বকাবকি
অনলাইনের ক্লাসে
থাকবো আমি পাশে


ঘরে ভালো লাগেনা থাকতে
তোমরা বলো শুধু  পড়তে  
একটানা ঘরে বসে
থাকবে তুমি পাশে


মনগুলো আজ ভেঙেছে
কত জীবন কেড়েছে
অন্ধকার আকাশে
আমরা সবাই আছি পাশে