দুমাস ধরে না খেয়ে আছে পড়ে  বাইরে
কেমন করে চলছে তাদের  সংসারে
রাজনীতির কচকচানিতে মরছে তারা পথে পথে
তাদের টাকা ভাগ করে সবাই মেলে এক সাথে।


বাবুরা স্পেশাল গাড়িতে,
বাবুরা খায় বাড়িতে
দরকার হলে মেরেফেলে হাতে হাতে