সব আশা ভেঙে গেছে তোমাকে পেয়ে
অন্যের মতো আমি পারিনা যেতে
তোমায় নিয়ে শরীরী বেড়াতে
কত দাগ লেগে আছে বয়সের পর
জেনেও করেছি আমি এই সম্পর্ক
এই নিয়ে করবো না আমি তর্ক
কাউকে বলতে পারবো না জীবনভোর
কতকথা মনে জাগে কত আসে আশা
অন্যের মতো আমার জাগে ভালোবাসা
তোমার কাছে গেলে শুধুই পাই নিরাশা
এই নিয়ে কেটে যায় কত রাত ভোর।