আমরা তো মানুষ তোমাদেরই মতো
তোমরা থাকো ভোগ বিলাসে
আমরা পরবাসে


সুখ দুঃখ দিলাম ঢেকে
মৃত্যুর ছবি এঁকে
আমরা আছি নিভৃতবাসে


কত আশায় এসেছিলাম ঘরে
কেটে যাওয়া লকডাউনের পরে
তবুও আমরা আছি নিভৃতবাসে।