মৃত্যুর ঝড়ে নিয়ে গেল টেনে
অসহায় কত মানুষকে
আতঙ্ক আর ভয় নিয়ে যায় ঘরে ঘরে।


হাট -বাজার,  রাস্তা - ঘাট  দম বন্ধ করে
আকাশে- বাতাসে কত শব্দ আসে
অসময়ে জেগে মৃত্যু কেমন করে?


বাড়ি বাড়ি চাল - গম, দিচ্ছে সরকার
শুধু ঘরে থাকো বেঁচে ঘরবন্দী হয়ে
সবকিছু খুঁজে পাবে জীবন জুড়ে।


সব জেনে  বুঝে মৃত্যুর পথে পথে  
নিজেকে দগ্ধ করে, নিজেকে পুড়ে
সারি সারি শন আজ শ্মশান ঘরে।