আমরা কোন দেশেতে বাস করি
বলবো কেমন করে
যে দেশেতে মানুষ মরে ট্রেন লাইন ধরে
যারা রক্ত দিয়ে বাঁচিয়ে রাখে জীবন বিনিময়
তাদের কথা কেউই ভাবে না এই অসময়।


বাবুরা ফিরছে ঘরে স্পেশাল ট্রেন আর প্লেনে
শ্রমিকরা আসবে কিসে হুঁশ নেই মনে
কি ভাবে বাঁচবে তারা, সত্যি কি আসবে ঠিকানায়


বাবুরা তরজা বানায়  দিন রাত সুটিং করে  
মরুক না মরুক তারা , আমাদের রাজনীতিকরে
কত নারি, শিশু  ফুটপাতে,  ট্রেনপাতে নিরবে ঘুমায়