ও পাখি শোনে যা
আমার বাড়ির কথা
কাল থেকে পাচ্ছি আমি
বুকের মধ্যে ব্যথা


স্বাদ করে মা কে যে আমি
কাছে রেখেই ছিলাম
হঠাৎ করে চলে গেল
আমি একা হলাম  


তাই তো আমি তোমার সাথে
ভাগ করে নেবো কথা
তাই একবার দাঁড়োও তুমি
দেখে যাও আমার ব্যথা


সত্যি করে বলো তুমি
কেন তোমার তাড়া
তোমায় দেখে মনে হয়
যেন তোমার থেকে ছাড়া


ও পাখি তুমি এদিক পানে
এসো না একবার  
মা যে আমার কোথায় গেল
বলো না  এসে এবার।


আমার কথা শুনে তুমি
কেন এতো তাকাও?
রোজ সকালে ডাকলে তোমায়
চোখ কেন বাঁঁকও।


এবার তুমি এলে কাছে
আনন্দে তাই নাচি
দুঃখ ভুলে এবার থেকে
তোমায় নিয়ে বাঁচি।