ভয় পেয়ো না ভয় পেয়ো না
এভাবে কেও ছেড়ে যেও না


অন্ধকার কেটে যাবে একটু পরে
তোমরা সবাই চলে যেও না


বিশ্বাস রাখো মনে নিজের মতো
বাঁচতে হবে তাই বাঁচার মতো
এভাবেই চলে যেও না


নতুন ভোর আসবে এই জীবনে
আনন্দ তুলে রাখো মনে মনে।